সামাজিক যোগাযোগ এর মাধ্যম হিসেবে ফেইসবুক এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।শুধু মাত্র বিজ্ঞাপন থেকেই বেশি আয় করছে এই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। চলতি বছরে শুধু মাত্র বিজ্ঞাপন খাত থেকে ফেসবুক আয় করেছে প্রায় ৪৭০ কোটি মার্কিন ডলার। এর ফলে বছর শেষ হওয়ার আগেই বিজ্ঞাপন খাতে ফেসবুকের আয় দাঁড়িয়েছে এক হাজার কোটি ডলারেরও বেশি।
ফেসবুক কর্তৃপক্ষ এক অনুষ্ঠানে এই বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের প্রতিবেদন প্রকাশ করে। এতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, এ বছরের মোট আয়ের প্রায় ৮০ শতাংশই এসেছে বিজ্ঞাপন থেকে। তিনি আরও বলেন, ফেসবুকে বর্তমানে প্রায় ৬০ লাখ নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যারা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকে।
তিনি আরও বলেন আয় বাড়ার পাশাপাশি ফেসবুকের ব্যয়ও বেড়েছে বলে উল্লেখ করেন । তিনি বলেন, ফেসবুক প্রায় আড়াই হাজার নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। আর এতে গত বছরের তুলনায় এ বছর প্রতিষ্ঠানটির ৩৫ শতাংশ খরচ বেড়েছে। সেই সঙ্গে ফেসবুকের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আগামী বছর নাগাদ নতুন আরও ১০ হাজার কর্মী নিয়োগ দেওয়ারও পরিকল্পনা রয়েছে ফেইসবুক প্রতিষ্ঠানিটির।ফেইসবুক এ বছর তাদের ২০০ কোটি ব্যবহারকারী হওয়ার মাইলফলকও ছোঁয়ে ফেলেছে।
No comments:
Post a Comment