রমজানে পাঞ্জাবী-টুপি পরায় বাংলালিংক প্রতিনিধিকে চাকুরী থেকে বহিস্কার করা হইছে। - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Sunday, June 3, 2018

রমজানে পাঞ্জাবী-টুপি পরায় বাংলালিংক প্রতিনিধিকে চাকুরী থেকে বহিস্কার করা হইছে।


বাগেরহাটে বাংলালিংক কাস্টমার কেয়ার অফিসে পাঞ্জাবী-টুপি পরে আসায় চাকুরীচ্যুত হয়েছেন বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি সরদার আল মারজান।
পাঞ্জাবী-টুপি পরিধান করে অফিস করার অপরাধে ২৩ মে দুপুরে মারজানকে গালি-গালাজ করে চাকুরী থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আ. রায়হান উদ্দিন।
এ ঘটনায় মঙ্গলবার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আ. রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চাকুরীচ্যুত মারজান। 
আইনজীবীর পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, সরদার আল মারজান ২০১৭ইং সালের ১১ অক্টোবর থেকে চলতি বছরের ২৩ মে পর্যন্ত বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকুরী করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে সরদার আল মারজান পাঞ্জাবী-টুপি পরিধান করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হটস এ্যাপ গ্রুপে পোস্ট করে সু-প্রভাত জানান।
হটস এ্যাপ গ্রুপে পাঞ্জাবী-টুপি পরিহিত ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আ. রায়হান উদ্দিন মুঠোফোনে মারজানকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। কোন প্রকার মৌখিক বা লিখিত সতর্ক বার্তা না দিয়ে পাঞ্জাবী-টুপি পরিধানের অপরাধে ঐদিনই মারজানকে চাকুরীচ্যুত করেন জোনাল ম্যানেজার। মারজান ও মোঃ আ. রায়হান উদ্দিনের কথোপোকথোনের রেকর্ড সরক্ষিত রয়েছে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হযেছে।
এ ধরণের গালিগালাজ ও চাকুরীচ্যুত করায় মারজান সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য তার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ প্রদান না করলে ৭ দিনের মধ্যে আদালতের আশ্রয় গ্রহণের কথা বলা হয় লিগ্যাল নোটিশে।

বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আ. রায়হান উদ্দিনের কাছে জানতে চাইলে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages