পাচঁ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিলো । - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Saturday, July 7, 2018

পাচঁ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নিলো ।


আর এবারই প্রথম অল-ইউরোপিয়ান সেমিফাইনাল দেখতে যাচ্ছে বিশ্ব। অর্থাৎ সেমিফাইনালে টিকে থাকা চারটি দলই ইউরোপের। ব্রাজিলই ছিল শেষ ল্যাটিন প্রতিনিধি।শুক্রবারই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় উরুগুয়ে।

লাতিন আমেরিকান জায়ন্টরা আরও একবার ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপে এবারের মতো প্যাক আপ হয়ে গেল৷ম্যাচে অত্যন্ত হাই স্পিরিট নিয়ে খেলা শুরু করেছিল ব্রাজিল ৷ বেলজিয়ামের অর্ধে একের পর এক হলুদ ঝড় আক্রমণ শানাচ্ছিল ৷ আর বেলজিয়াম কাউন্টারে উঠে এসে ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছিল ৷ তিতে বাজিমাত করবেন না রবের্তো মার্টিনেজ তখনই সাম্বা বাহিনীর মোক্ষম ভুল ৷  সেটপিসের বল ভিনসেন্ট কোম্পানির মাথা ছুঁয়ে ব্রাজিলেরই ফার্দানিনহো-র কনুইয়ে গোঁত্তায় বলকে জালে জড়িয়ে দেন ৷ তবে  নিজেদের জালেই বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ৷
এই ম্যাচে গেমচেঞ্জার হিসেবে যাঁদের দিকে নজর ছিল সেই কেভিন ডি ব্রুয়েন এদিন সত্যিই বাজিমাত করেন ৷ ৩১ মিনিটে বেলজিয়ামের হয়ে স্কোরলাইন ২-০ করে দেন তিনি  ৷ রোমেলু লুকাকু-র লম্বা বল নিয়ে দৌড়ে গোলের ঠিক সামনে থাকা ব্রুয়েনকে পাস দেন ৷ কোনও ভুল না করে এদিন তিনি গোলে বল পাঠিয়ে দেন ৷ এদিকে ২-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ খেলতে নামা ব্রাজিল যেন এক অন্য দল ৷ একের পর আক্রমণে ছিন্নভিন্ন করে দিতে থাকেন বেলজিয়াম রক্ষণকে ৷ নেইমার-কুটিনহো মরিয়া চেষ্টায় একের পর এক গোলমুখী প্রয়াস চালিয়ে যেতে থাকেন ৷ কিন্তু বেলজিয়াম গোলরক্ষক কুর্তোয়া- ওবেলজিয়ামের ডিফেন্স যেন নিজের সব কিছু বাজি রেখে খেলছিল ৷ আর তাই কোনও অবস্থাতেই গোল খাবেন না এভাবে আটকাচ্ছিলেন সাম্বা বাহিনীকে ৷
তবে ৭৬ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ফিলিপে আগাস্তো শরীরকে উঁচুতে ভাসিয়ে হেডে গোল করে ব্যবধান কমান ৷ কুটিনহো -র বাড়ানো বল জালে জড়িয়ে দেন এই তরুণ ৷ এরপর নিজেদের এক গোলের লিড বাড়িয়ে রাখতে ডিফেন্সে লোক বাড়ায় বেলজিয়ান রেড ডেভিলসরা ৷ একটা সময় একমাত্র লুকাকু ছাড়া প্রত্যেকেই ডিফেন্স করছিলেন ৷
বড় মঞ্চে একের পর এক এনকাউন্টারে বেলজিয়াম চাপ ধরে রাখতে পারেনি, কিন্তু এদিনের অ্যাসিড টেস্টে সেই নার্ভের লড়াইতে পাস করল বেলজিয়াম ৷ অন্যদিকে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে ১ টি মাত্র গোল হজম করেছিল ব্রাজিল ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেটপিস থেকে একটিমাত্র গোল হজম করেছিল তারা ৷ এদিন অবশ্য প্রথমার্ধ দু‘গোল খেয়ে যায় নেইমার এন্ড কোম্পানি ৷
কেভিন ডি ব্রুয়েন, কুর্তোয়াস, হ্যাজার্ড, লুকাকুদের মুখে তখন হাজার ওয়াটের আলো ৷ সাম্বা-র বিরুদ্ধে মেগা ম্যাচে নিজেদের চোকার্স তকমা ঝেড়ে ফেলে বিশ্বকাপে প্রথমবারের জন্য সেমিফাইনালে তারা ৷ সেমিতে তাদের সামনে ফ্রান্স ৷
তবে আর্জেন্টিনার পর ব্রাজিলের বিদায়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের অধিকাংশের কাছেই আকর্ষণ হারিয়ে ফেললো এবারের বিশ্বকাপ।
<

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages