পিসিবির মানহানি মামলা শোয়েব আখতারের বিরুদ্ধে |
বিতর্কে থাকতেই যেন বেশি পছন্দ করেন পাকিস্তানের সাবেক ফাস্ট
বোলার শোয়েব আখতার। সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে নিজের
ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে এক বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে
মানহানি মামলা দায়ের করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনি
উপদেষ্টা তাফাজ্জুল রিজভি।
এক ভিডিও বার্তায় পিসিবির আইন বিভাগকে নিয়েও সমালোচনা করেছিলেন শোয়েব।
বলেছিলেন, ‘উমরের শাস্তি কি ন্যায়সঙ্গত? আমি আপনাকে বলি, পিসিবির আইন
বিভাগ সম্পূর্ণরূপে অকেজো এবং অযোগ্য। বিশেষত ফজল রিজভী, কোথা থেকে এসেছেন
তা আমি জানি না। গত ১০-১৫ বছর ধরে তিনি পিসিবির সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত
রয়েছেন। এমন একটি মামলা নেই যে সে হারেনি।’ জানা গেছে, এরই পরিপ্রেক্ষিতে
শোয়েব আক্তারের বিরুদ্ধে মানহানির মামলা করার পাশাপাশি ফৌজদারি মামলা
দায়ের করেন রিজভি।
এ বিষয়ে বার কাউন্সিল জানিয়েছে, পিসিবির আইনি উপদেষ্টা রিজভির বিষয়ে আখতার যে মন্তব্য করেছিলেন, তা শুনে হতাশ হয়েছি।বিবৃতিতে আরো বলা হয়েছে, শোয়েব আখতারকে আইনিজীবীদের নিয়ে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত ছিল।
No comments:
Post a Comment