গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন |
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। করোনায় এই নিয়ে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৪ জনে। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে শনিবার (৯ মে) দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য
অধিদপ্তর।
গত শুক্রবার পর্যন্ত দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল ১৩ হাজার ১৩৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ২০৬ জন।
৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই মাসে শনাক্তকৃত রোগীর
সংখ্যা এক দিনে দুই অংক না পেরোলেও এপ্রিলে এসেই বাড়তে শুরু করে রোগীর
সংখ্যা। এরপর থেকে গেল মাসের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই শনাক্ত হয়েছেন
পাঁচ শতাধিক রোগী।
ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশ্বের বেশিরভাগ দেশই প্রথমে লকডাউন
ঘোষণা করেছিল। তবে এখন বিভিন্ন দেশে সেই লকডাউনই শিথিলের ঘোষণা আসছে। তবে
হু বারবার হুঁশিয়ার করে বলছে, যথাযথ ব্যবস্থা না নিয়ে লকডাউন তোলার
সিদ্ধান্ত মোটেই ঠিক হবে না।
বিশেষজ্ঞরা বলছেন, যতদিন এই ভাইরাসের ভ্যাকসিন বাজারে না আসবে ততোদিন এর
লাগাম টেনে ধরা কঠিন হবে। এজন্য আপাতত সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া অন্য
কোনো উপায় নেই।
সামাজিক দূরত্ব নিশ্চিতে বাংলাদেশ সরকারও নানা পদক্ষেপ নিচ্ছে। এমনকি এই
নির্দেশ অমান্যকারীদের শাস্তিও দেয়া হচ্ছে। তবে এরপরও অকারণে রাস্তায়
মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
No comments:
Post a Comment