![]() |
করোনা গবেষণার তথ্য চুরির জন্য সাইবার গুপ্তচরেরা হন্যে হয়ে ঘুরছে |
মার্কিন গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই ঝুঁকি সম্পর্কে মার্কিন সরকার গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে।তবে
ইতোমধ্যেই কোন তথ্য চুরি হয়েছে কিনা সে সম্পর্কে মার্কিন ন্যাশনাল
কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিনা
কোন মন্তব্য করতে চাননি।ব্রিটিশ নিরাপত্তা সূত্রগুলো বলছে, তারাও একই ধরনের তৎপরতা লক্ষ্য করেছে।
করোনাভাইরাসের টিকা আবিষ্কারের জন্য এখন এক আন্তর্জাতিকপ্রতিযোগিতা চলছে।গবেষক,
কোম্পানি এবং সরকার - সবাই এর সাথে জড়িত। তাদের এই প্রচেষ্টা সম্পর্কে
বিদেশি গুপ্তচর সংস্থাগুলো যেমন গোপনে জানার চেষ্টা করছে তেমনি দেশীয়
গুপ্তচর সংস্থাগুলোও তাদের ঠেকিয়ে রাখতে চাইছে।মি. এভানিনার প্রতিষ্ঠান মার্কিন সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের বিদেশি গোয়েন্দা তৎপরতা প্রতিরোধে পরামর্শ দিয়ে থাকে।
No comments:
Post a Comment