ঘূর্ণিঝড়ে গাছ ও দেয়াল চাপায় বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু |
ঘূর্ণিঝড়ে গাছ ও দেয়াল চাপায় বিভিন্ন স্থানে ১০ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে পটুয়াখালীতে গাছ চাপায় এক শিশু নিহত হয়েছে।
এছাড়া,
নৌকা ডুবিতে নিখোঁজ এক ভলান্টিয়ারের মরদেহ নয় ঘণ্টা পর উদ্ধার করা হয়।
ভোলায় ঝড়ের সময় নৌকাডুবে একজনের মৃত্যু এবং গাছ চাপায় মারা গেছে আরও একজন।
যশোরের চৌগাছায় গাছচাপায় মারা গেছেন মা ও মেয়ে। এছাড়া গাছ চাপায় সাতক্ষীরা,
ঝিনাইদহ, রংপুরে একজন করে নিহত ও পিরোজপুরে দেয়াল চাপায় মারা গেছেন আরও
দুইজন।
আবহাওয়া অফিস জানায়, এটি আরো উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও
দুর্বল হবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অত্যধিক বাতাস বিরাজ করবে ও
সমুদ্র উত্তাল থাকবে। সেইসাথে প্রচুর বৃষ্টিপাত হবে।
তবে ঘূর্ণিঝড়
দুর্বল হলেও জলোচ্ছ্বাসের পানির প্রভাব থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। কারণ
হিসেবে জানানো হয় বর্তমানে আমাবস্যার তিথি চলার কারণে স্বাভাবিক জোয়ারের
সাথে ঘূর্ণিঝড়ের প্রভাব যোগ হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে বলে জানানো হয়।
No comments:
Post a Comment