ভারতে মদ কেনার দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বেই। ৪০ দিন পর দোকান খোলার খবরে, সোমবার রীতিমতো, মাতামাতি দেখা যায় মদ নিয়ে। লকডাউনের মধ্যে কড়াকড়ি আর শারীরিক দূরত্বেরও তোয়াক্কা করেনি মানুষ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এ অবস্থায় আজ থেকে মদের দামে ৭০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে নয়াদিল্লি।
এ দিকে ভারতে গত ২৪ ঘণ্টায় ঝড়ের গতিতে বেড়েছে করোনা সংক্রমণ। নতুন করে ওই মারণ
রোগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯০০ জন এবং মারা গেলেন ১৯৫ জন রোগী। সব
মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার পেরিয়ে গেলো।করোনা ভাইরাসকে রুখতে দেশটিতে টানা লকডাউন চলছে, তবুও ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ।
No comments:
Post a Comment