মানবপাচারে জড়িত কাউকে ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Tuesday, June 9, 2020

মানবপাচারে জড়িত কাউকে ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক

Dot Tv News,Dot tv Bd,Dot tv,Manob Pachar,Bangla news,Breaking news
মানবপাচারে জড়িত কাউকে ছাড় নয়: র‌্যাব মহাপরিচালক

মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ মঙ্গলবার (৯ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের নিজস্ব একটি অ্যাপস উদ্বোধন ও করোনায় মৃত্যুবরণকারী চার সাংবাদিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, লিবিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক। এরইমধ্যে এর মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কাউকে ছাড় দেব না। আমাদের বাহিনীর সদস্যরা এই সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিক পরিবারকে অর্থসহায়তা প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন, কেউ এভাবে স্বজন হারাক তা আমরা চাই না। আমাদের যাতে এমন অনুষ্ঠান আর করতে না হয়। আমরা অন্য কোনও অনুষ্ঠান করে মিলিত হবো। কিন্তু এমন অনুষ্ঠান করতে চাই না। আমরা সাংবাদিকদের পাশে থাকব।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আমরা করোনা চিকিৎসায় একটি মডেল করার চেষ্টা করেছি। সারা দেশে যাতে হাসপাতালে চাপ না বাড়ে সেজন্য কিছু উদ্যোগ নিয়েছে। দেশের কমিউনিটি সেন্টার ভাড়া করে আমরা আক্রান্তদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল করেছি। সেখানে রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সেখানে অক্সিজেনসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। র‌্যাব তাদের বাহিনীর আক্রান্ত সদস্যদের আপডেট জানতে একটি অ্যাপস তৈরি করেছে। বাহিনীতে কর্মরত কোন বাহিনীর কতজন সদস্য আক্রান্ত তা অ্যাপসের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

অনুষ্ঠানে ক্র্যাবকে দুটি অত্যাধুনিক অক্সিজেন কনসেন্টেটর উপহার দেয় র‌্যাব। যাতে করোনা আক্রান্ত ক্রাইম রিপোর্টাররা প্রয়োজনে দ্রুত অক্সিজেন পান। ক্রাইম রিপোর্টারদের জন্য মেডিক্যাল সামগ্রী উপহার দেওয়ার জন্য র‌্যাবকে ধন্যবাদ জানায় ক্র্যাব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ'র (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages