অতি বেগুনি রশ্মির সাহায্যে মরছে করোনাভাইরাস,নতুন গবেষণায় বেরিয়ে এল তথ্য - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Thursday, June 18, 2020

অতি বেগুনি রশ্মির সাহায্যে মরছে করোনাভাইরাস,নতুন গবেষণায় বেরিয়ে এল তথ্য


Dot Tv Bd,Dot Tv,Dot Tv News,Bangla News,Breaking News Bd,Bd News,bangla newspaper,bangla online newspaper, online newspaper bd,আন্তর্জাতিক খবর,বাংলা খবর,বাংলা সংবাদ,আজকের খবর,আজকের সংবাদ,বাংলা সংবাদ শিরোনাম,dottvbd, dottv,dottvnews,bdnews,bdonline news,অতি বেগুনি রশ্মির সাহায্যে মরছে করোনাভাইরাস,নতুন গবেষণায় বেরিয়ে এল তথ্য,
অতি বেগুনি রশ্মির সাহায্যে মরছে করোনাভাইরাস,নতুন গবেষণায় বেরিয়ে এল তথ্য
অতি বেগুনি রশ্মির সাহায্যে করোনাভাইরাসকে জব্দ করা সম্ভব হয়েছে বলে দাবি করছেন গবেষকরা। জানা গেছে, ন্যাশনাল এমার্জিং ইনফেকটিয়াস ডিজিস ল্যাবরেটরিজ এবং সিগনিফাই নামক দুই সংস্থার যৌথ গবেষকরা এ দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে তারা গবেষণা করে এ তথ্য বের করেছেন। গবেষকদের দাবি, অতি বেগুনি রশ্মি  সার্স করোনাভাইরাস-২ অক্ষম করে দিতে সক্ষম।করোনাভাইরাস সংক্রমণের সময় থেকেই বোস্টন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্টনি গ্রিফিথ ‌ও তার দল এ নিয়ে গবেষণা করছেন।

তারা গবেষণায় দেখেছেন, অতি বেগুনি রশ্মির সাহায্যে বিভিন্ন সময় ও পরিবেশে ভাইরাসকে মেরে ফেলা যায়। তারা আরো দেখেছেন, নির্দিষ্ট পরিমাণ অতি বেগুনি রশ্মি ছয় সেকেন্ড ধরে প্রয়োগ করলে করোনাভাইরাস ৯৯ শতাংশ মারা যাচ্ছে। আর অতি বেগুনি রশ্মির পরিমাণ বাড়িয়ে দিয়ে ২২ সেকেন্ড ধরে প্রয়োগ করা হলে করোনাভাইরাস ৯৯.‌৯৯৯৯ ‌শতাংশ পর্যন্ত মারা যায়।

সিগনিফাই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আমরা বোস্টন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে খুশি। ওই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে, আমাদের তৈরি অতি বেগুনি রশ্মি করোনাভাইরাস মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করতে পারে। এই সত্য প্রতিষ্ঠা হওয়ায় আমরা আনন্দিত।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages