২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৯৯ |
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও
মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত
হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর
সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৯ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ হাজার ৬১৯ জনে।
আজ
সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের
অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য,
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায়
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম
একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
No comments:
Post a Comment