পূর্ব জেরুজালেমে ইসরাইলি অভিযানে ২১ ফিলিস্তিনি আটক |
পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ২১ জন ফিলিস্তিনিকে আটক করেছে
ইসরাইলি পুলিশ। রবিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন
স্থানীয়রা।
তুরস্কের বার্তা সংস্থা আন্দালু এজেন্সির খবরে বলা হয়, জেরুজালেমের পুরান
শহর এবং আত-তুর এলাকায় অভিযান চালিয়ে ওই ২১ জন ফিলিস্তিনিকে আটক করা হয়।
তবে কি কারণে আটক করা হয়েছে এই বিষয়ে ইসরাইলি পুলিশের পক্ষ থেকে কিছু বলা
হয়নি।
দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য সংকটের মূলে রয়েছে এই জেরুজালেম শহর। ১৯৬৭
সালে ছয় দিন স্থায়ী আবর-ইসরায়েল যুদ্ধের পর জেরুজালেমকে দখল করে ইসরায়েল তা
নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। তবে ইসরায়েলের এই দাবি আন্তর্জাতিক
সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।
আরও খবর শুনতে ভিজিট করুন : Breaking News Bd
আরও খবর শুনতে ভিজিট করুন : Breaking News Bd
No comments:
Post a Comment