সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আসছেন নেতাকর্মীরা - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Sunday, November 12, 2017

সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে আসছেন নেতাকর্মীরা


বিএনপির সমাবেশকে ঘিরে রাজনীতিতে চলছে উত্তেজনা । খালেদা জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে গরম হয়ে উঠবে রাজনীতির মাঠ। এমনইটি মনে করছেন রাজনীতিবিদরা । শনিবার রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বানানো হয়েছে মঞ্চ । সকাল ১০টার দিকে পুরো মঞ্চ প্রস্তুত করা হয়েছে । দুপুর ২টার সমাবেশ শুরু হবার কথা রয়েছে । বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশে আশার কথা রয়েছে । গত দেড় বছরে ঢাকায় কোন সমাবেশ করতে পারেনি বিএনপি । খালেদা জিয়া চিকিৱসা শেষে দেশে ফেরার পর নেতাকর্মীদের মাঝে উদ্দিপনা দেখা গেছে । এর মাঝের রাজধানীতে জনসভা । ফলে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে । ঢাকা ও আশপাশের জেলার নেতাদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে ইতিমধ্যে । সমাবেশে যোগ দিতে দূরবর্তী জেলার অনেক নেতাকর্মীও এখন ঢাকামুখী । মূলত ঢাকা ও পার্শ্ববর্তী গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার নেতাদের কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে কর্মীদের নিয়ে যথাসময়ে সমাবেশে উপস্থিত হতে । এসব জেলার নেতাদের অনেকে ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন । বেশির ভাগ নেতাকর্মী রোববার সকালে ঢাকার পথে রওনা হয়েছেন বলে জানা গেছে । এদিকে, ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রায় সব ধরনের সড়ক পরিবহন বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে রাস্তা-ঘাটের সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে সমাবেশ সফল করতে সকাল থেকেই আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালে থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে বিএনপিকে সমাবেশের লিখিত অনুমতি দেয়া হয়। এর আগে অবশ্য মৌখিক অনুমতি পেয়ে গত কয়েকদিন ধরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি।

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন, আজকের সমাবেশ ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই সমাবেশ অনেক গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া নতুন বার্তা দেবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages