গত ২৪ ঘন্টায় সারাদেশে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Tuesday, May 12, 2020

গত ২৪ ঘন্টায় সারাদেশে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে


গত ২৪ ঘন্টায় সারাদেশে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরো ১১ জনের মৃত্যু হয়েছে। নিয়ে ভাইরাসটিতে মোট ২৫০ জনের প্রাণহানি হলো। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৬৯ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৬৬০ জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

সময় ঘরে থাকার পরামর্শ দেন নাসিমা সুলতানা। তিনি বলেন, যারা দেশবাসীর পাশে বিভিন্ন দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের সবার পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আমাদের শিশু থেকে শুরু করে প্রবীণদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয়। যা আমাদের সবার খাওয়া উচিত। আমাদের ভিড় এড়িয়ে চলতে হবে। খাদ্য তালিকার দিকেও নজর দিতে হবে। 

 প্রসঙ্গত, বিগত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ লাখ ছুঁইছুঁই। মারা গেছেন দুই লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষ। তবে ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে গত মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এপ্রিলের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, ্যাব পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages