দেশে ১১৬২ জন করোনা রোগী শনাক্ত এবং মারা গেছে ১৯ জন - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Wednesday, May 13, 2020

দেশে ১১৬২ জন করোনা রোগী শনাক্ত এবং মারা গেছে ১৯ জন


Dot Tv News
দেশে ১১৬২ জন করোনা রোগী শনাক্ত এবং মারা গেছে ১৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ১১৬২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৮৬২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯০০ টি। মোট ৪১ ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

প্রসঙ্গত, বিগত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৩ লাখ ছুঁইছুঁই। মারা গেছেন দুই লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষ। তবে ১৫ লাখ ৩৩ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে গত মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এপ্রিলের শুরু থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, ্যাব পুলিশ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages