জামালপুর সদরের মেস্টা ইউনিয়নে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ |
জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেস্টা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন জামালপুর সদর আসেনর সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।
মেস্টা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবকদের সার্বিক সহযোগিতায় এ খাদ্য বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদের উদ্যোগে অসহায় ২00 পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেস্টা ইউপি চেয়ারম্যান আলহাজ নাজমুল হক বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। আমাদের দেশে কোন খাদ্যভাব নেই। তিনি বলেন, যার যার জমিতে খালি না রেখে সেই জমিতে চাষ করবেন। এতে করে আমাদের আরও কোন খাদ্যভাব হবেনা।
করোনা ভাইরাস মোকাবেলায় আমরা জয়ী হবোই। তিনি সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার জানান, মেস্টায় আজকে ২00 কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি সমাজের বিত্তবানদের এই দুর্যোগ সময়ে সকলের পাশে এসে দাড়ানোর আহবান জানান।
No comments:
Post a Comment