চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Sunday, May 24, 2020

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর


Dot Tv Bd
চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আজ ( রোববার ) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ৮৭ বছর ধরে জেলার পাঁচ উপজেলার ৫০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে সকাল ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। যার ধারাবাহিকতায় এবারও এসব গ্রামে একদিন আগে ঈদ পালন করা হচ্ছে।

যে সমস্ত গ্রামে ঈদ হচ্ছে সেগুলো হলো, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার-সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া এবং মতলব দক্ষিণ উপজেলার দশআনী, মোহনপুর, পাঁচআনী ও কচুয়া উপজেলার উজানি গ্রাম।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages