২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা লিবিয়ায় |
লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে ২৬ অভিবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা
করা হয়েছে। মৃত্যুর প্রতিশোধ নিতে আন্তর্জাতিক পাচারকারী এক পরিবার
অভিবাসীদের ওপর হামলা চালায়। লিবিয়ার সরকারের দেয়া এক বিবৃতিতে এ তথ্য
জানানো হয়।
ত্রিপোলীর মিজদা শহরে চালানো ওই হামলার ঘটনায় ২৬ বাংলাদেশি ছাড়াও
আরো চারজন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। হামলায় আহত হওয়া ১১ জনকে স্থানীয়
হাসপাতালে নেয়া হয়।
লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের
(জিএনএ) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়াবহ ঘটনাটি আমরা মাত্র শুনেছি।
বিস্তারিত কিছু এখনও জানতে পারিনি। তবে হামলায় বেঁচে যাওয়াদের সহায়তা করার
অনুরোধ করেছেন আন্তর্জাতিক অভিবাসনের লিবিয়র মুখপাত্র সাফা মেশেলি।
তেলভিত্তিক অর্থনীতির কারণে দীর্ঘদিন ধরেই লিবিয়া অভিবাসীদের প্রধান
লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। ভূমধ্যসাগর পেরিয়ে যারা ইউরোপে পৌঁছাতে চায়
তারাই প্রথমে লিবিয়ায় অভিবাসী হন। খবর রয়টার্স।
No comments:
Post a Comment