জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Friday, July 26, 2019

জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি


যমুনা নদীর পানি বাড়তে থাকায় আবারও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ১৫ দিন ধরে যমুনার পানি বিপদসীমার উপরে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যা দুর্গতদের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র ত্রাণ সংকট। সংকট রয়েছে শিশু ও গো-খাদ্যেরও। 



পানি কমতে থাকায় দুর্গতরা যখন ঘরে ফিরতে শুরু করেছিলেন সে সময় আবারও পানি বাড়ায় ঘরে ফেরা বন্ধ হয়ে গেছে যমুনা তীরবর্তী দুর্গতদের।  চলতি বন্যায় জামালপুরে পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ। একইসাথে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে প্রায় ৫৩ হাজার বসতবাড়ি। বন্ধ রয়েছে ১ হাজার ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বন্যার পানিতে রেল লাইনের নিচ থেকে মাটি সড়ে যাওয়ায় এখনো চালু হয়নি দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল। 
 
জামালপুর জেলা ত্রাণ কর্মকর্তা মো. নায়েব আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ১ হাজার ৮৭৮ মেট্রিক টন চাল, নগদ ২৬ লাখ ৮০ হাজার টাকা, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার, ২ লাখ টাকার শিশু খাদ্য, ২ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages